নবাবগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের নবীনগর উত্তর বাহ্রা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২০ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সিদ্দিক নূর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আক্কাস গাজী। ক্রিড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব আউয়ুব আলী।
অনুষ্ঠানের উপস্থিত সবাই শিক্ষা অফিসারের নিকট প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত করার আবেদন জানান। ২০০৩ সালে প্রতিষ্ঠিতলগ্ন থেকে প্রতিষ্ঠানটি ব্যক্তি দানে পরিচালিত হচ্ছে। এখন অনেক কষ্টে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। শিক্ষা অফিসার একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব পাশ হয়েছে বলে জানান।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাদ্রাসার সাবেক সভাপতি জনাব ডাঃ নজরুল ইসলাম ও Prostut Bangladesh এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব হারেস গাজী,সিদ্দিকুর রহমান,ওমর ফারুখ গাজী, কাউসার হামিদ, শিক্ষক শিক্ষিকামন্ডলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।