নবাবগঞ্জ প্রতিনিধিঃ সোমবার সকাল ৮ টার দিকে নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৩জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৩ জনকে তাতক্ষণিক নবাবগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী রিফাত হোসেন বলেন, একটি দ্রুতগামী বালির ট্রাক চালনা ব্রীজ থেকে নবাবগঞ্জের দিকে যাচ্ছিলো।
এসময় হটাৎ করেই একটা অটোরিকশা চালনা আঞ্চলিক মহাসড়ক থেকে মাঝিরকান্দা ব্রীজের পার্শ্ববর্তী বান্দুরার রাস্তায় প্রবেশের জন্য গাড়ি ঘুরানোর চেষ্টাকালে এই ভয়াবহ সংঘর্ষ ঘটে। সেখানেই স্পট ডেথ হিসেবে আমরা ৩ জনকে পাই। আর গুরুতর আহত তিনজনকে নবাবগঞ্জে নিয়ে যাওয়া হয়। পরে আরো একজনকে মৃত ঘোষনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দূর্ঘটনার পর নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বালুর ট্রাকের ড্রাইভার পলাতক হয়েছে।
একই পরিবারের তিন জন মহিলা নিহত হওয়ার তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য নিহত তিনজনই তাদের এক আত্মীয় মারা যাওয়ায় জয়পাড়া যাচ্ছিলেন।
উল্লেখ্য অধিকাংশ বালির ট্রাকের নেই কোন লাইসেন্স, ড্রাইভার এর নেই ট্রেনিং বা ড্রাইভিং লাইসেন্স। আবার বালুর ট্রাক এবং অটোরিকশা রাস্তার নিয়ম-কানুন তোয়াক্কা না করেই বেপরোয়া চলে। এই ব্যাপারে, প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে স্থানীয় জনসাধারণ মনে করে।