ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণশ্রী গ্রামে গত ২৭ নভেম্বর রোজ শনিবার পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এই মর্মান্তিক ঘটনা ঘটে বিকালের দিকে। ছেলেটির নাম মৃদুল রায় (২বছর)। পিতা মধুসূদন রায়। সে পিতার একমাত্র পুত্র সন্তান।
ফুটফুটে এই শিশুটি গতকাল কিভাবে পাশের পুকুরে পড়ে মারা গেল পরিবারের কেউ লক্ষ্য করেনি। শিশুরটির চাচা রতন মন্ডল মুক্ত নিউজকে জানান, সে আমার সন্তানের সাথে খেলা করতো। আমি কোন ভাবেই মেনে নিতে পারেছি না। শিশুর পিতারা তিন ভাই , তাদের কারো ঘরে পুত্র সন্তান না থাকায় ছেলেটি সকলের আদরের ছিল। তার মৃত্যুতে পরিবারের সকলের মধ্যে শোকের ছায়া নেমে আসে।