বিশেষ প্রতিবেদকঃ ষষ্ঠ ধাপে ২১৭ ইউপিতে গতকাল ভোটগ্রহণ হয়েছে। ঢাকা-০১ আসন(নবাবগঞ্জ+দোহার) সহ সারাদেশে ২১৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ হয়েছে। গতকাল ৮ টায় শুরু হয় ভোটগ্রহণ, চলে টানা বিকাল ৪টা পর্যন্ত। এর মধ্যে ২১৫ ইউপিতে ইভিএমে এবং মাত্র দুটি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে।
নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে নির্বাচনের সময় কেন্দ্রের শৃঙ্খলা ভঙ্গের কারণে নৌকা প্রার্থীর এজেন্টকে বের করে দিতে বাধ্য হয় প্রশাসন।
তার বিরুদ্ধে মেম্বার পদপ্রার্থীর পক্ষে কেন্দ্রের ভিতর বসেই ভোট চাওয়ার অভিযোগ করেন কয়েকজন ভোটার। অভিযুক্তের নাম মোঃ আইয়ুব। যিনি পেশায় দলিল লেখক। একই কেন্দ্রে মহিলা বুথে ভোটারদের মেম্বার পদপ্রার্থীদের ভোট দেয়ার বাঁধা না দিলেও চেয়ারম্যান প্রতিকে ভোট দিতে নিষেধ করার অভিযোগ পাওয়া যায়।