বিশেষ প্রতিবেদকঃ ৬ষ্ঠ ধাপের নির্বাচনে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। গত ১৪ ই জানুয়ারী শুক্রবার প্রতিক বরাদ্দের দিন নয়নশ্রী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রিপন মোল্লা উপর হামলা করেন আওয়ামী লীগের কিছু কর্মী।
তবে রিপন মোল্লা মুক্ত নিউজকে বলেন, তারা না বুঝে কারো উস্কানীতে আমার উপর হামলা করছেন। তারা আমার এলাকারই লোক। আমার বুকে এখনো একটু ব্যথা করছে। তবে ডাক্তার বলেছেন কিছুদিন পর ঠিক হয়ে যাবে।
অন্যদিকে ১৫ জানুয়ারী শনিবার নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শীম আহমেদ হান্নানের উপর হামলা করে নৌকা প্রতিক প্রাপ্ত আওয়ামী লীগের কিছু কর্মী। যদিও তারা সবাই আওয়ামী লীগের নেতা কর্মী কিন্তু নির্বাচনে নৌকার বাইরে সতন্ত্র প্রার্থী হওয়ার কারণে বিবাদ বাঁধছে।
শামীম আহমেদ হান্নান সাংবাদিকদের হামলার পর ব্রিফিং করেন ও যারা হামলা ও হুমকি দিয়েছেন তাদের নাম প্রকাশ করেন। যদিও প্রথম দিকে এই আসনের মানুষ আশা করছিল নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না। সারা দেশে ৫ ধাপে যেভাবে নির্বাচন হয়েছে তেমন হবে কিন্ত না তা আর হচ্ছে না এখানে।
প্রতিনিয়তই ঘটছে নানা ঘটনা। দোহার ও নবাবগঞ্জের অনেক প্রার্থী ইতোমধ্যে তাদের প্রার্থিতা প্রত্যাহার করছেন। যদিও কেউ প্রকাশ্যে কিছু বলছে না। তবে প্রার্থীদের কয়েকজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
নানা গুঞ্জন তৈরি হয়েছে ভোটারদের মধ্যে। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে প্রার্থী ও সমর্থকদের মধ্যে। সাধারণ মানুষের প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক কোন ঝামেলা ছাড়া।