পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকির শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের মোঃ আতাহার উদ্দিন এর গোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা সজীব (২৫) নামের গরু চোর চক্রের সক্রিয় সদস্যকে হাতেনাতে ধরে ফেলে।
সোমবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১ টায় এ ঘটনা ঘটে। সজীবের তথ্য মতে সে বরিশালের কোতোয়ালি থানার কাঠালতলা এলাকার খোকন হাওলাদারের ছেলে। তিনি আরো জানান, ঘটনার দিন রাত ১ টায় রফিক, রাঙ্গা ও মেহেদি সহ ৪ জন আতাহার উদ্দিনের গোয়াল ঘর থেকে ৪ টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় লোকজন ধাওয়া করলে ৩ জন পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে লোকজন ধরে ফেলে।
স্থানীয় কোন সদস্য জড়িত আছে কিনা জানতে চাইলে তিনি কোন সদুত্তর দেননি। রাতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করতে পারেনি, পরবর্তীতে দুমকি থানা থেকে অতিরিক্ত পুলিশের সহায়তায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মামলা রজু প্রক্রিয়াধীন।