কেরানীগঞ্জ প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে মোঃ শাহাদাৎ(২৪) নামে প্রবাস ফেরৎ এক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার (৭ (ডিসেম্বর) রাত ৬ টার দিকে নিহতের নিজ ঘরের বারান্দার রোয়ার সাথে গায়ের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করলেও তাকে বাঁচানো যায়নি।
শাহাদাৎ রোহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের আব্দুস শুকুর মাদবরের ছেলে। সে গত ২৭ নভেম্বর মালয়েশিয়া থেকে বাড়ী আসছিলো। পরিবার সূত্রে জানা যায়, শাহাদাৎ মালয়েশিয়া থাকা কালিন সময়ই অনেক অসুস্থ ছিলো, করোনার টিকা নেওয়ার পর সে আরও বেশি অসুস্থ হয়ে যায়।
বাড়ী এসে সে একা-একা এবং চুপচাপ থাকতো। কিন্তু কি কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো এটা বুঝা যাচ্ছেনা। নতুন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান আল মামুন জানান, আমরা স্থানীয় সূত্রে খবর পেয়ে নিহতের বাড়ী থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতালে) প্রেরণ করেছি।
কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।