পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটায় আবারও ভেসে এসেছে আওরেলিয়া আওরেটা ও ব্যারেল নামের দুই প্রজাতির শত শত জেলিফিশ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এসব জেলিফিশ দেখতে পায় স্থানীয়রা।
তবে জীবিত অবস্থায় এসব জেলিফিশ ভেসে এলেও সৈকতের বালুতে আটকে মারা যায় বলে দাবি স্থানীয়দের। স্থানীয়রা জানায়, শেষ বিকালে জোয়ারের সময় এসব জেলিফিশ ভেসে আসে। পরে ভাটায় সৈকতের বালুতে আটকা পড়ে। তবে ঠিক কী কারণে এসব প্রাণির মৃত্যু হচ্ছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।
গঙ্গামতি এলাকার জেলে রিপন ঘরামী বলেন, ‘বেশ কয়েকদিন ধরে গভীর সাগরে হাজার হাজার জেলিফিশ ভাসতে দেখেছি। এগুলোকে সাধারণত আমরা সাগরের নোনা বলি।’ লেম্বুর চর এলাকার অপর জেলে সাইফউদ্দিন গাজী বলেন, ‘এসব জেলিফিস বিভিন্ন রকমের। কোনটা চাঁদের মতো আবার কোনটা দেখতে অক্টোপাসের মতো।
অনেক সময় মাছের সঙ্গে জালে আটকা পড়ে। জীবিত থাকলে জাল থেকে সাগরে বসেই আমরা ছাড়িয়ে দেই। তবে এগুলো জালের অনেক ক্ষতি করে।’ কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘আওরেলিয়া আওরেটা প্রজাতির জেলিফিস দেখতে চাঁদের মতো।
তাই এই প্রাণিকে মুন জেলিফিস বলা হয়। তবে অপরটি দেখতে ব্যারেল প্রজাতির জেলিফিস মনে হচ্ছে। জেলিফিস মূলত মেরুদণ্ডহীন প্রাণি। তাই এটি বাতাস কিংবা স্রোতের উল্টো চলতে পারে না। অনেক সময় খাবারের সন্ধানেও এসব প্রাণি ওপরের দিকে চলে আসে। তবে সৈকত এলাকায় কী কারণে এসব জেলিফিস আসছে সেটা নিশ্চিত বলা যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘অনেক সময় বালুতে আটকে এসব প্রাণির মৃত্যু হয়। তবে এগুলোর কী কারণে মৃত্যু হয়েছে সেটাও বলা যাচ্ছে। জেলিফিসের মৃত্যুর রহস্য উদঘাটনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে জানানো হয়েছে।’