সাভার প্রতিনিধিঃ সাভারে জামেলা (৩) নামে এক কন্যা শিশুকে কোলে নিয়ে পালানোর একদিন পর তাকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীর সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এসময় বোরখাপরা অপহরণকারী নারী পারভীন আক্তারকেও গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) দিনগত রাত ১টার দিকে সাভার ও আশুলিয়ার সীমান্তবর্তী এলাকা আনারকলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী পারভীন আক্তার টাঙ্গাইল জেলার কালিহাতী থানার কুচুটি গ্রামের শমশের আলীর মেয়ে। তিনি সাভারের কোর্টবাড়ি এলাকায় ভাড়া থেকে স্থানীয় আল-মুসলীমে চাকরি করতেন। উদ্ধার হওয়া শিশু জামেলার মা শিলা বেগম রাজবাড়ী জেলার বাসিন্দা। তিনি তার নানি ও মার সঙ্গে থানা রোড এলাকায় মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, সাভারের থানা রোড এলাকায় বুধবার দুপুরে একটি সুপারশপের সামনে থেকে জামেলাকে চুরি করে নিয়ে যায় বোরখাপরা নারী পারভীন। সেখানে থাকা সিসিটিভির ফুটেজ দেখে শিশুটিকে উদ্ধারে নামে আইনশৃঙ্খলা বাহিনী। সেইসঙ্গে গণমাধ্যমকর্মীরাও শিশুটির খোঁজ করতে থাকে। পরে বৃহস্পতিবার সাভার থানায় মামলা দায়ের করেন শিশুটির মা শিলা বেগম। ওইদিন রাত ১টার দিকে শিশুটিসহ অপহরণকারী পারভীনের খোঁজ পাওয়া যায়। তখন স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করে।
এ বিষয়ে সাভার থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে শিশুটি উদ্ধারে অভিযান পরিচালনা করি। বৃহস্পতিবার রাত ১টার দিকে শিশুটির খোঁজ পাই। পরে তাকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করে বাকি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।