সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় সড়কের পাশে বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাত পরিচয়ের নারীর (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১ টার দিকে শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি সেতুর দক্ষিন-পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, দুপুরে সেই সেতুর পাশে বস্তাবন্দি অবস্থা মানুষের হাত বের হয়ে থাকা কিছু একটা দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, মরদেহটি তিন-চার দিন আগের।
শরীরে পচন ধরেছে। তবে মরদেহটি কোনো নারীর বলে শনাক্ত করা গেছে। তার পরিচয় জানা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।