সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় নিখোঁজের দুই দিন পর জঙ্গল থেকে সামিয়া (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার আশুলিয়ার জীরানিবাজারের কলতাসূতী নয়াবাড়ি এলাকার আব্দুল মালেকের বাড়ির পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সামিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার ঝাটিয়াপাড়া গ্রামের আব্দুল মতিন মিয়ার মেয়ে। সে তার পোশাক শ্রমিক বাবা মায়ের সাথে একই এলাকার আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকতো। এর আগে, রোববার বিকালে খেলতে বেড়িয়ে শিশুটি নিখোঁজ হয়।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, নিহত সামিয়ার বাবা মা প্রতিদিনের ন্যায় গত দুই দিন আগে তাদের কর্মস্থলে যান। কাজ থেকে ফিরে এসে তাদের মেয়েকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুুঁজি করেন। মেয়েকে না পেয়ে শেষ পর্যন্ত আশুলিয়া থানায় বিষয়টি অবিহিত করেন। পরে গতকাল জঙ্গলে ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। নিহতের পরনের জামা গলায় পেঁচানো ছিল।
এ ঘটনায় আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত জিয়াউল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে মৃত্যুর কারন জানা যাবে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।