সাভার প্রতিনিধিঃ সাভারে ড্রেনের ভিতর থেকে একদিনের কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে সিটি টাওয়ার সংলগ্ন কবরস্থান রোডের একটি নির্মানাধীন ড্রেন থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। এঘটনায় ওই নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়সূত্রে জানা যায়, বিকেলবেলা ওই এলাকায় ড্রেনে একদিন বয়সী কন্যা নবজাতকের মরদেহ দেখা যায়। ধারনা করা হচ্ছে কোন মনুষ্যত্বহীন ব্যক্তি এই নবজাতককে ড্রেনে ফেলে যায়। তখন নবজাতকের মরদেহটি উদ্ধারের জন্য পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক শাহারিয়ার বলেন, উদ্ধারকৃত নবজাতকটি ১ দিন বয়সের বলে ধারণা করছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।