সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনায় নারীসহ ৪ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার দূর্গাপুর মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, দূর্গাপুর এলাকার আশরাফের সাথে সালাম মন্ডলের জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিলো। এজন্য শুক্রবার সকালে আশুলিয়া থানায় জিডি ও করেন ভুক্তভোগীরা। এর জের ধরে সন্ধ্যায় প্রতিপক্ষ আশরাফ, আরমান ও তাদের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সালাম মন্ডলের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সালাম মন্ডলসহ তার ভাই কালাম, সেলিম ও তার ভাইয়ের স্ত্রী বিউটি বেগমকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আহতদের মধ্যে কালাম ও সেলিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া সেলিম ও তার স্ত্রী বিউটি বেগমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
অভিযুক্তরা হলেন, দূর্গাপুরের আলিম উদ্দিনের ছেলে চাঁন মিয়া মন্ডল(৮০) ও তার ৪ ছেলে হেলাল, আরমান, আশরাফ, মিঠুন।
এ ঘটনায় মিঠুন মন্ডল বলেন, আমার বাবার উপরেই আগে তারা হামলা করছে। আমার মা গুরুতর আহত। এখন অজ্ঞান। মাকে নিয়ে পঙ্গু হাসপাতালে যাচ্ছি।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ পরিদর্শক(এসআই) আল মামুন কবির বলেন, আমি হাসপাতালে আসছি আহতদের দেখতে। দুই পক্ষেই লিখিত অভিযোগ দিয়েছে। তবে তদন্ত করে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।