সাভার প্রতিনিধিঃ সাভারে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আমিন (২২) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাভার পৌরসভার সিআরপি রোডের পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আমিন ওই এলাকার মুন্সি মোল্লার ছেলে। সে শিমুলতলা এলাকার একটি টাইলসের দোকানের কর্মচারী।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, পৌর এলাকার শাহীবাগের নাঈম, পাপ্পু, হাবীব, মিলন ও মুন্নাসহ তার সহযোগীরা এলাকায় কিশোর গ্যাং হিসেবে পরিচিত। বিভিন্ন বিষয় নিয়ে আহত আমিনের সঙ্গে কিশোর গ্যাংয়ের বিরোধ চলে আসছিল। গতকাল রাত সাড়ে ৯টার দিকে সিআরপি রোডের পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় পৌঁছলে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্র দিয়ে আমিন ও তার দুই বন্ধু ইয়াসিন এবং সিফাতের ওপর হামলা চালায়। এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা আমিনের হাতে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে হত্যাচেষ্টা চালায়।পরে আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় আমিনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, যারা এ ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।