সাভার প্রতিনিধিঃ সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল মিয়া (২১) নামে এসএ পরিবহনের হেলপার আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আব্দুর রউফ গেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত হেলপার রাসেল দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার হরিনাথপুর গ্রামের বেলাল মিয়ার ছেলে। তিনি পার্সেল এসএ পরিবহনের একটি গাড়িতে হেলপার হিসেবে কাজ করে আসছিলেন। এ বিষয়ে জানতে চাইলে বাইপাইল এসএ পরিবহন পার্সেলের ম্যানেজার আবুল কাশেম জানান, ভোর ৫ টার দিকে এসএ পরিবহনের একটি পার্সেলের গাড়ি ঢাকা-আরিচা মহাসড়কের রউফ গেটের সামনে থামিয়ে নামাজের জন্য মসজিদে যায় চালক।
এসময় চালকের সহযোগী রাসেল গাড়ির ভিতরে বসে ছিলেন। পরে ৬ থেকে ৭ জনের একটি ছিনতাইকারীর দল এসে রাসেলের কাছে মোবাইল ও টাকা চায়। রাসেল দিতে রাজি না হলে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যাবার সময় পথচারীরা মুন্নু (২০) নামের এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
পরে তাদের সহায়তায় হেলপার রাসেলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। রাসেলের কিডনিতে ছুরি লেগেছে। তার অপারেশন চলছে। আমি হাসপাতালে আছি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া বলেন, পথচারীরা মুন্নু নামের এক ছিনতাইকারীকে আটক করেছে। তারা মুন্নুকে পিটুনি দেয়ায় তাকেও আহত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ছিনতাইকারীদের আটকে অভিযান চলছে।