সাভার প্রতিনিধিঃ সাভারে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মীম (১৭) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সাভারের কলমার আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মীম গোপালগঞ্জ জেলার পাটগাতি গ্রামের পান্নু মিয়ার মেয়ে। সে রিকশাচালক বাবার সাথে রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করতো। গতকাল বিকেলে সে মিরপুর থেকে সাভারের কলমায় তার খালা নাজমা বেগমের বাড়িতে বেড়াতে আসছিল।
এ ঘটনায় রিকশাচালক ইব্রাহিম বলেন, আমি চারাবাগ থেকে তাকে কলমা এলাকায় নিয়ে যাচ্ছিলাম। আউকপাড়া আসলে তার ওড়না চাকার সাথে জড়িয়ে যায়। এসময় সে পড়ে গিয়ে অচেতন হলে আমি সাভার ল্যাবজোন ক্লিনিকে নেই। তখন তারা এনাম মেডিকেলে নেওয়ার পরামর্শ দিলে সেখানে নিয়ে যাই। পরে কর্তব্যরত ডাক্তার দেখে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।