পিরোজপুর প্রতিনিধিঃপিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামে ৬ বছরের এক শিশু কন্যাকে যৌন নিপীড়নের দ্বায়ে এক কিশোর গ্রেফতার হয়েছে।
এ ঘটনায় নির্যাতিত শিশুটির মা রোববার ভণ্ডাারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ওই কিশোরকে গ্রেফতার করে।
ভুক্তভোগী শিশুটির মা জানান, গত ২৭ ফেব্রুয়ারি আমি রান্নার কাজে ব্যস্ত থাকার সুযোগে একই গ্রামের ভুট্টো শিকদারের ছেলে বাবলু শিকদার (১৪) আমাদের বাড়ির সামনে থেকে আমার ৬ বছরের মেয়েকে একটি খেলনা বেলুন হাতে দিয়ে আরো বেলুন দেয়ার আশ্বাস দিয়ে পাশের বাড়ির হিরু মৃধার বসত বাড়ির পেছনে একটি পাকা বাথরুমের মধ্যে নিয়ে যায়। ওই বখাটে বাবলু শিশুর পরনের প্যান্ট খুলে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এ সময় স্থানীয় সাব্বির মৃধা নামে এক ব্যক্তি বিষয়টি দেখে চিৎকার করলে বখাটে কিশোর বাবলু পালিয়ে যায়।
এ ঘটনাটি লোক লজ্জার ভয়ে কাউকে না বললেও এলাকায় জানাজানি হলে স্থানীয় রাশেদ সিকদার ও সুমন সিকদারের নেতৃত্বে ১০ জন সালিশ বৈঠকে বসেন। বৈঠকে ১০ হাজার টাকার বিনিময়ে এ ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। বিষয়টি বুজতে পেরে ওই সালিশ না মানায় বখাটের বাবা ভুট্টো আমাদের গ্রাম ছাড়ার হুমকি দেন।
এ বিষয়ে সালিশদার সুমন শিকদার মোবাইল ফোনে জানান, আমরা বিষয়টি মিমাংসার জন্য চেষ্টা করেছি।
এ বিষয়ে ভণ্ডাারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় শিশুটির মা নারী ও শিশু নির্যাতনে মামলা দায়ের করেছে। কিশোর বাবলুকে গ্রেফতার করা হয়েছে।