পটুয়াখালী প্রতিনিধিঃ শপথ নেওয়ার আগেই মারা গেলেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান মো. আমির হোসেন ব্যাপারি (৫৮)। শনিবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
পারিবারিক সূত্র ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। নাজিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ ফেব্রুয়ারি। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। আমির হোসেন ভোট পেয়েছিলেন ১০ হাজার ১৮৯ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছিলেন ২ হাজার ৪৩৬ ভোট।
আমির হোসেন নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি শনিবার ভোরে ঢাকায় পৌঁছেছিলেন।
সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। পরে সন্ধ্যা সোয়া সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁক মৃত ঘোষণা করেন।