নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির তৎকালীন জাতীয় মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজ ১২ জুন ২০২২ রোজ রবিবার সকাল ১০ঃ৩০ মিনিটে বিক্ষোভ মিছিল করে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা ধর্মপ্রাণ মুসলমানেরা। নবাবগঞ্জ ডিএন কলেজ মাঠ থেকে বের হয়ে বাগমারা বাজার প্রদক্ষিণ করে নবাবগঞ্জ শহীদ মিনারে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ডাঃ দিদার পাঠান, এডভোকেট ইব্রাহিম খলিল ও অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিলটির নেতৃত্ব দেন নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ ইব্রাহিম খলিল। এতে নবাবগঞ্জ উপজেলার সর্বস্তরের যুবক ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন।