পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে মোটরসাইকেল দূর্ঘটনায় রায়হান হাওলাদার (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল (২১ ফেব্রুয়ারী) সোমবার সন্ধ্যায় পটুয়াখালী -মির্জাগঞ্জ সড়কের পায়রাকুঞ্জ এলাকায় এ মোটরসাইকেল দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বান্ধবী সাথী ও আব্দুর রহমান গুরুতর আহত হন।
নিহত রায়হান আউলিয়াপুর ইউনিয়নের উত্তর বাদুরা গ্রামের সানু হাওলাদার ছেলে। রায়হান এবছর পটুয়াখালী সরকারি কলেজের বানিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তির্ন হয়।
জানা গেছে, দুপুরে বাসা থেকে কোচিং সেন্টারের উদ্দেশ্যে বের হয় রায়হান। পরে কোচিং শেষ করে বান্ধবী সাথী ও আবদুর রহমানকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেল যোগে পটুয়াখালী-মির্জাগঞ্জের পায়রাকুঞ্জ এলাকায় ঘুরতে যায়। সন্ধ্যায় পায়রাকুঞ্জ এলাকার মোড় অতিক্রমকালে মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লাগলে তারা সবাই গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রায়হানকে মৃত্যু ঘোষণা করেন এবং আব্দুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে পোস্ট ম্যাডামের জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখনও অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।