পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে মুগ ডাল ক্ষেতর গাছ খাওয়ার অপরাধে ছাগল পিটিয়ে হত্যা করার অভিযোগে আলমগীর মল্লিক(৫২) নামে এক ব্যক্তিকে আটকের ৬ ঘন্টা পর ছেড়ে দিয়েছে থানা পুলিশ।
উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামে নাসির হাওলাদারের(৩৮) অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (১৩ এপ্রিল) বকিাল ৩ টায় তাকে আটক করা হয়েছিল বলে জানান অভিযুক্ত।
ভুক্তভোগী নাসির হাওলাদার অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার (৫ এপ্রিল) আমার ছাগল ঘাস খেতে মাঠে বেঁধে চলে আসলে আলমগীর সিকদার তার ক্ষেতের মুগ ডাল গাছ খাওয়ার কথা বলে আমার ছোট ছেলে ও ছাগলকে অতর্কিতভাবে আচাড় মারতে শুরু করে। একপর্যায়ে পাশে থাকা লাঠি দিয়ে ছাগলকে পিটিয়ে গুরুতর জখম করে। ওই দিনই আমি থানায় অভিযোগ করলে স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয় এই বলে যে ছাগলের চিকিৎসা খরচ দেওয়া হবে।কিন্তু সে চিকিৎসা খরচ দিবেনা এবং স্থানীয় মীমাংসা মানে না বলে জানিয়ে দেয়। বুধবার (১৩ এপ্রিল ) বিকালে ছাগলটি মারা গেলে আমি থানায় জানাই পরে থানার এ এস আই বিশ্বজিৎ এসে আলমগীরকে আটক করে নিয়ে যায়।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার বলেন, উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে ডেকে এনে স্থানীয়রে জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এবং তদন্তের জন্য আদালতে আবেদন করা হয়েছে।