পটুয়াখালী প্রতিনিধিঃ জাতীয় শ্রমিক লীগ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শাখার নতুন গঠন করা হয়েছে। শনিবার(২৮ মে) বিকালে পটুয়াখালী শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত এক চিঠিতে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগের কমিটি বিলুপ্ত করে সোমবার (৩০ মে) এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ফোরকান মুসল্লিকে সভাপতি এবং রেজা সুলতান (খান মহসিন)কে সাধারণ সম্পাদক করে ৫৮ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।