পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে”পাঠাগার ভিত্তিক যুব সমাজ সেবা ক্লাবের” উদ্বোধন করা হয় । শনিবার (৫ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫টায় উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ছৈলাবুনিয়া গ্রামের কাসারি তাল্লুক পাঠাগার মাঠ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা উন্নয়ন সংসদের চেয়ারপার্সন ডঃ মোঃ আলমগীর হোসাইন, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন তালুকদার , বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি রুস্তম আলী মোল্লা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব মোঃ তারিকুল ইসলাম সভাপতিত্বে ওসুবিদখালী সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বই পড়ার গুরুত্ব ওছাত্র- ছাত্রীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।