পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়নি উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।
সোমবার (৭মার্চ) সকাল ৯টায় প্রথমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ শ্রদ্ধা নিবেদন করলেও এ সময় উপজেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সংগঠনের কোন নেতৃবৃন্দকে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়নি। তবে উপজেলা আওয়ামীলীগের সাথে পুষ্প অর্পণ করেন উপজেলা যুবলীগ।
কেন শ্রদ্ধা নিবেদন করতে আসেনি এমন প্রশ্নের জবাবে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জসিম উদ্দিন সবুজ মৃধা বলেন, সোমবার সকালে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পুষ্প অর্পণ করা হয়েছে। আপনাদের কাছে কোন ছবি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ছবি তুলি নাই।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধা বলেন, আমি অসুস্থ তাই বরিশালে আছি। উপজেলা আওয়ামিলীগ পক্ষে থেকে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন তার সাথে যুবলীগ ও ছাত্রলীগ ছিলো।
অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেনি কেন জানতে চাইলে
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী বলেন, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ পুষ্প অর্পণ করেনি কিন্তু কৃষক লীগ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।