পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর ) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হাসিনা হাবিব, উপজেলা আ’লীগের সভাপতি গাজী মোঃ আতাহার উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী, বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন,মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার।
এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,মুক্তিযোদ্ধা ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।