পটুয়াখালী প্রতিনিধিঃ মির্জাগঞ্জ উপজেলার আমড়াগছিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর ৯ ইউনিটের ৫১ সদস্যের নতুন কামিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মে) রাতে আমড়াগছিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল হক মল্লিক ও সদস্য সচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে এ কমিটি প্রকাশ কার হয়।
ঘোষিত কমিটিতে ১নং ইউনিট শ্রীনগর- মিজানুর রহমান হাতেম সভাপতি, গোলাম কিবরিয়া অরুন সধারন সম্পাদক। ২ নং ইউনিট ময়দা -আবুল হোসেন ফকির সভাপতি,আলী বেপারী সাধারন সম্পাদক। ৩ নং ইউনিট উত্তর আমড়াগাছিয়া-সিদ্দিকুর রহমান সভাপতি, মিজানুর রহমান হাওলাদার সাধারন সম্পাদক। ৪ নং ইউনিট মধ্য আমড়াগাছিয়া-সালাম গাজী সভাপতি,সাইদুল ইসলাম সাধারন সম্পাদক। ৫ নং ইউনিট উত্তর সুবিদখালী-তৈমুর রহমান সভাপতি, মজিবুর রহমান পাটিায়ারী সাধারন সম্পাদক। ৬ নং ইউনিট সায়েদ ফকির-জলিলুর রহমান খন্দকার সভাপতি,আলমগীর হোসেন সধারন সম্পাদক। ৭ নং ইউনিট ছৈরাবুনিয়া-জলিরুর রহমান মল্লিক সভাপতি, জাফর হাওলাদার সাধারনর সম্পাদক। ৮ নং ইউনিট দক্ষিন ঝটিবুনিয়া-মোতাহার মোল্লা কিসলু সভাপতি,মনিরুল ইসলাম হাওলাদার সাধারন সম্পাদক। ৯ নং ইউনিট উত্তর ঝাটিবুনিয়া-শহীদুল ইসলাম সভাপতি, সোহরাব মুসুল্লীকে সধারন সম্পাদক করা হয়েছে।