পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে বেসরকারী এনজিও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প)এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান -উজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পটুয়াখালী জেলা ব্যবস্থাপক মোসাঃ মৌলি বেগম।
সেল্প এর উপজেলা অফিসার ইদ্রিস আলী বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুনীল কুমার রায়,একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান, মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার,মাধবখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোঃ মিজানুর রহমান লাভলু, , সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, এনজিও প্রতিনিধি মোঃ কাওসার হোসেন, নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।
সভায় সরকারী কর্মকর্তা,জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, নিকাহ রেজিষ্ট্রার, যুবক-যুবতী ও গণমাধ্যম কর্মীসহ ২৫ জন নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।