নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির তৎকালীন জাতীয় মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আজ ১০ জুন ২০২২ রোজ শুক্রবার বাদ জুম’আ বিক্ষোভ মিছিল ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা ধর্মপ্রাণ মুসলমানেরা।
আজ শুক্রবার জুমা’র নামাজ শেষে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা এ বিক্ষোভ মিছিল শুরু করলে নবাবগঞ্জ চৌরঙ্গী ঘুরতে না ঘুরতেই কয়েকশত ধর্মপ্রান মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। পরে এ মিছিলটি নবাবগঞ্জ চৌরঙ্গী ঘুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদের সামনে এসে মুনাজাতের মাধ্যমে মিছিল শেষ হয়। মুনাজাত পরিচালনা করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইমাম আবু সালেহ।