সারা দেশে যাদের ঘুরে বেড়ানোর সুযোগ হয়েছে তারা অবশ্যই জানেন যে দেশে কাঠের ব্যবসা নির্দিষ্ট দোকানে হয়ে থাকে। ব্যতিক্রম শুধু মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শিবরামপুর হাটে। যেখানে প্রতি শনিবার কাঠের হাট বসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এই ব্যতিক্রমধর্মী কাঠের হাট।
প্রায় শতাধিক কাঠের ব্যবসায়ী কাঠ নিয়ে বসেন রাস্তার পাশে ও হাটের নির্দিষ্ট স্থানে। স্থানীয় ক্রেতা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে কাঠ ক্রয় করতে এই হাটে আসেন ক্রেতারা। যে কোন ধরনের কাঠ পাওয়া যায় এখানে। দাম তুলনামূলক কম হওয়াতে অনেকে এখানে ভিড় করেন।
আবার বেশি বিক্রি হওয়াতে ব্যবসায়ীরাও কাঠ নিয়ে আসেন এই হাটে। হাটের পাশেই রয়েছে একটি খাল যেখানে ইঞ্জিন চালিত নৌকা বা বোটে করে কাঠ নিয়ে আসেন ব্যবসায়ীরা। আপনি প্রতি টুকরা হিসেবে বা সিএফটি হিসেবেও ক্রয় করতে পারেন। সব ধরনের হিসেবেই এখানে বেচা-কেনা হয়।
বাংলাদেশের যে কতগুলো পুরোনো হাট রয়েছে শিবরামপুর হাট তার অন্যতম। এছাড়া এই হাট লুঙ্গির জন্যও বেশ বিখ্যাত।