পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিদ্যুৎস্পর্শে তৈয়ব দেওয়ান (৩৫) নামে এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৈয়ব ওই গ্রামের মৃত রফিক দেওয়ানের ছেলে। জানা গেছে, তৈয়ব খাদ্যগুদামে দিনমজুর হিসেবে শ্রমিকের কাজ করতেন। তার উপার্জনেই নির্ভরশীল ছিল সংসার।
স্থানীয়রা জানান, বাড়ির পুকুরে পানি কম থাকায় রোববার সকালে পার্শ্ববর্তী একটি ডোবা থেকে পানি আনার জন্য তার দিয়ে ঘরের বৈদ্যুতিক মিটারের সঙ্গে ইলেকট্রনিক মোটর পাম্পে সংযোগ দেন তৈয়ব নিজেই। ডোবার পানি সেচ করার পর সেখানে মাছ ধরার পরিকল্পনা ছিল তার। কিন্তু পানি সেচের পর বিদ্যুতিক মিটার থেকে পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পরিবারের লোকজন জানান, বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর পর তৈয়বের লাশ দেখতে পায় তার স্ত্রী ফাতেমা ও আট বছরের ছেলে তানভীর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে তারা এখন দিশাহারা।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ১২ সেপ্টেম্বরে রাঙ্গাবালীতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এর পরে বৈদ্যুতিক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা এ প্রথম।