পটুয়াখালী প্রতিনিধিঃ মির্জাগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করায় বরের ও কনের পিতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মজিদবাড়িয়া গ্রামের বরের পিতা নুরুল ইসলাম হাওলাদার ও একই ইউনিয়নের কুতবার চর গ্রামের কনের পিতা হালিম মৃধা।
মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭ টায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রায়হান-উজ্জামান এ সাজা দেন।
সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নে দক্ষিন মজিদবাড়িয় গ্রামের ১৮ বছরের ছেলে মোঃ তানভির হোসেনের সাথে কুদবারচর গ্রামের ১৪ বছর বয়সের এক মেয়ের বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রায়হান-উজ্জামান কয়েকজন পুলিশ নিয়ে ঘটনা স্থলে যান ও বিয়ে বন্ধ করে দেন। এ সময় টের পেয়ে বর,কনে ও অন্যরা পালিয়ে গেলে বরের পিতা ও কনের পিতাকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইনে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান-উজ্জামান বলেন, এই বাল্য বিবাহ বন্ধের পাশাপাশি বর ও কনের পিতার সাজা হওয়ায় অন্য অভিভাবকরাও সচেতন হবেন।
মির্জাগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার ইসলাম তালুকদার বলেন, দন্ড প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।