পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীরে দুমকিতে বিএনপির বিক্ষোভ কর্মসূচীকে কন্দ্রে করে আওয়ামীলীগ নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলার ১০ বিএনপি নেতা কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
বুধবার (৯মার্চ) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে বিএনপির ২২জন নেতাকর্মী জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মো. আল আমিন ১০ জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। বাকী আসামীদের জামিন মঞ্জুর করা হয়েছে।
জামিন না মঞ্জুর হওয়া আসামীরা হলেন, দুমকি উপজেলা বিএনপি’র আহবায়ক মো. খলিলুর রহমান, যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম, সদস্য মেহেদী হাসান মিন্টু মৃধা, যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ অহিদুল হক, শামীম হাওলাদার, সৈয়দ শাহাদত হোসেন, আনোয়ার হাওলাদার, ছাত্রদলের আহবায়ক গোলাম সরোয়ার, সদস্য লাল মিয়া, জসিম উদ্দিন শম্ভু। এদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম আগে থেকেই জেল হাজতে ছিলেন।
উল্লেখ্য, দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত গত ৫ মার্চ দুমকি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ কর্মসূচীকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীদের সাথে আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সাংবাদিক সহ অন্তত ৪০ জন আহত হন। এ ঘটনায় দুমকি থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বাদী হয়ে ৬ মার্চ বিএনপির ২৬ নেতাকর্মীকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ৬ মার্চ রাতে মামলার ৩নং আসামী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
(জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির মুঠোফোনে কল দিয়ে পাওয়া যাননি ।)
পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, দুমকি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলো। সমাবেশে যুবলীগ ও ছাত্রলীগ হামলা করছে, ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে আমাদের নেতাকর্মীরা ও পুলিশ আহত হয়েছে। উল্টো আমাদের নেতাকর্মীদের নামেই মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আজকে বিএনপির ১০ নেতাকর্মীকে জেলে পাঠিয়েছেন আদালত।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, তারা ( বিএনপির নেতাকর্মীরা) পুলিশের উপরে হামলা করেছে। এতে তাদের নামে মামলা দায়ের করা হয়েছে।