ঝালকাঠি প্রতিনিধিঃ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। বুধবার বিকালে শহরের মধ্যচাঁদকাঠি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম লিটন জানান, চাল, ডাল, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতেও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। বিকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক সরদার নুরুজ্জামানের নেতৃত্বে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়।
এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। এ সময় পুলিশ নেতাকর্মীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে পণ্ড হয়ে যায় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি।
ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, কোনো অনুমতি ছাড়াই লোকজন জড়ো হওয়ায় তাদের সরিয়ে দেওয়া হয়।