পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল ইসলাম আলালকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার সুবিদখালী বাজারের তিন রাস্তার মোড় সংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভর্তি করা হয়।
ছাত্রদল নেতা আলাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সাড়ে ছয়টার দিকে আলাল নিজ বাড়ির সামনে মহাসড়কের রোডের পাশে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলো। এসময় সুবিদখালী সরকারি কলেজ ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক নাঈম মৃধা, ছাত্রলীগের কর্মী কুদ্দুস মল্লিক, রাজিব খান, রুবেল লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় লোহার পাইপ ও বাঁশ দিয়ে পিটালে মাথায় গুরুতর জখম হয় । পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে যান।
অভিযোগের বিষয়ে ছাত্রলীগকর্মী কুদ্দুস মল্লিক বলেন, জুনিয়ার জুনিয়র পালাপানের মারামারি করছে। আমরা ছাড়াতে গেলে তখন হাতাহাতি হয়। আমি মারামারি করিনি। বাকিদের অভিযুক্তদের একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদারের মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
সুবিদখালী সরকারি কলেজের
আহ্বায়ক
ইমরুল ইসলাম আলাল
ভাইয়ের উপর সন্ত্রাসী ছাত্রলীগের ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি