পটুয়াখালী প্রতিনিধিঃ দীর্ঘ ১৭ বছর পর পটুয়াখালী জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। এডভোকেট সহিদুল ইসলাম সহিদকে সভাপতি এবং সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ সোহেলকে সাধারণ সম্পাদক করে ২১সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করেছেন কেন্দ্রীয় যুবলীগ।
কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের রবিবার ( ৬মার্চ) তারিখের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষনা করা হয়। সোমবার দুপুরে কমিটির কাগজ হাতে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা প্রকাশ করছে শুভাকাঙ্খিরা। আগামী তিন বছরের জন্য অনুমোদিক এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে এ্যাডভোকেট জাহাঙ্গীর সিকদার, এ্যাডভোকেট আরিফুজ্জামান রনি, মিজানুর রহমান হান্নান, জহির উদ্দিন লিটু, খাইরুল ইমাম মেরিন, এ্যাডভোকেট মনিরুল হক লিটন সিকদারের নাম রয়েছে। এছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন সাহানুর রহমান সুজন, জামাল হোসেন, খন্দকার অহিদুজ্জামান সাকিব। এছাড়া আরো বিভিন্ন পদে মোট ১০ জনকে এ কমিটিতে স্থান পেয়েছে।
এর আগে ২০০৫ সালে সস্মেলন অনুণ্ঠিত হলেও পূর্নাঙ্গ কমিটি ঘোষনা হয়নাই। পরবর্তিতে ২০১৩ সালে কেন্দ্রীয় কমিটির এক সিদ্ধান্ত মোতাবেক পটুয়াখালী- ১ সংসদীয় আসনের এমপি পুত্র অ্যাডভোকেট আরিফুজ্জামান রনিকে আহব্বায়ক করে জেলা যুবলীগের আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর ঠিক ৮ বছর পর ২০২১ সালের ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় পটুয়াখালী জেলা যুবলীগের সম্মেলন। সম্মেলনের তিন মাস পরে বহুল প্রতীক্ষিত পূর্নাঙ্গ এ কমিটির ঘোষনা এসেছে কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে।
এদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক রবিবার ৬ মার্চ ২০২২ ইং বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর যৌথ স্বাক্ষরে এ্যাডভোকেট শহিদুল ইসলামকে সভাপতি এবং অ্যাডভোকেট সৈয়দ সোহেলকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য পটুয়াখালী জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য থেকে ২১ জনের নাম ঘোষণা করা হলো। উল্লেখ্য যে, গত ২০ ডিসেম্বর ২০২১ইং তারিখে পটুয়াখালী জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান হয়, উক্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শূন্য পদ পূরণ করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দশ প্রধান করা হয়েছে।
এদিকে নব গঠিত যুবলীগের কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন জানান, যুবলীগের নতুন কমিটিকে জেলা আওয়ামীলীগের মূল দলের সাথে সমন্বয় করে সাংগঠনিক ভাবে কাজ করতে হবে। তাহলেই মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্যে পৌছা সম্ভব।