সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় নারী শ্রমিককে শ্লীলতাহানির ঘটনায় জিএমকে (জেনারেল ম্যানেজার) ছুরিকাঘাত করেছেন ওই নারীর স্বামী। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার নরশিংহপুর এলাকার আদিয়াত অ্যাপ্যারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ রাত ১১টার দিকে ওই দম্পতিকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কারখানায় কর্মরত শ্রমিকরা জানান, কাজ করার সময় কারখানার দোতলায় পরিদর্শনে আসেন জিএম আজাদ। এ সময় সেই নারী শ্রমিকের গায়ে হাত দেওয়ার অভিযোগে তার স্বামী একটি ধারালো ছুরি দিয়ে আজাদকে আঘাত করেন। এতে তার রক্তক্ষরণ হয়। পরে কারখানা কর্তৃপক্ষ আহত জিএমকে প্রথমে নারী ও শিশু হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কারখানার মালিক তামিম মাহমুদ বলেন, ঘটনার সময় আমি কারখানায় ছিলাম না। তবে, শুনেছি একজন শ্রমিক জিএমকে ছুরি দিয়ে আঘাত করেন। পরে দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। আর একটি বিষয় হলো জিএম কর্মকর্তা ও শ্রমিকও আমাদের।
এখানে কারখানায় কোনো ঝামেলা হলে তো শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে আমাদের জানাতে পারতেন। তবুও চেষ্টা করছি বিষয়টি সমাধানের জন্য। এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদুল আলম বলেন, এ ঘটনার পর আমাকে জানানো হলে আমি সেই কারখানায় যাই।
সেখানে গিয়ে দ্রুত আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠাই। তিনি আরও জানান, যেহেতু এখানে একইসঙ্গে ধর্ষণচেষ্টা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে তাই দম্পতিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের অভিযোগ আমলে নেওয়া হবে। প্রয়োজনে তারা চাইলে দুই পক্ষেরই মামলা নেওয়া হবে।