নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর গ্রামে ব্যবসায়ী মো. কিরনের (২৮) ওপরে হামলা করেছে দুবৃত্তরা। এ সময় কিরনকে বেধড়ক পিটিয়ে তার কাছে থাকা নগদ লাখ টাকা, ৪টি এন্ড্রয়েটসহ পাঁচটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাতে উপজেলার খানেপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা দ্রুত আহত কিরনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ব্যবসায়ী কিরন ওই গ্রামের হাজী আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে। হামলার ঘটনায় খানেপুর বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনা নবাবগঞ্জ থানা পুলিশকে অভহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ সংবাদমাধ্যমকে বলেন, আমরা ঘটনাটি সিরিয়াসলি দেখছি। তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করা হবে। আহত ব্যবসায়ী কিরন বলেন, প্রতিদিনের মতো বাজার থেকে রাত ৮টা সাড়ে ৮টায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেই।
বাড়ির পিছনেই তিন চারজন আমার ওপর হামলা করে। আমি পড়ে গেলে আমার কাছে থাকা লাখ খানি টাকা, ৫টি মোবাইল ফোন নিয়ে যায়। পরে খুব কষ্টে বাড়িতে গেলে স্বজনরা দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসী বলেন, আহত ব্যবসায়ী কিরন আমার মামাতো ভাই। ছেলেটা খুবই ভদ্র ও নম্র।
গ্রামেও এখন শহরের মতো দুর্বৃত্তপনা চলছে। ছেলেটি কয়েক বছর বিদেশে চাকরি করার পর এলাকার বাজারে ফ্লাক্সিলোড, বিকাশ ও মুদি ব্যবসা শুরু করেন। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত এ ঘটনার হোতাদের খুঁজে বের করার দাবি জানান।