বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে ধর্ষণে ব্যর্থ হয়ে এক কিশোরী ও তার মাকে মারধরের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাতে পৌর শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আহত মা-মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত বখাটে রুহুল আমিন উপজেলার কুকুয়া গ্রামের আজিজ মৃধার ছেলে।
ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা গেছে, বখাটে রুহুল আমিন দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করছিল। বৃহস্পতিবার সে নানাবাড়ি বেড়াতে যায়। সেখান থেকে রাতে ফেরার পথে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় কিশোরীর চিৎকারে তার মা এগিয়ে আসেন।
ধর্ষণে ব্যর্থ হয়ে মা ও মেয়েকে বেধড়ক মারধর করে রুহুল আমিন ও তার সহযোগীরা। এতে কিশোরীর মায়ের সামনের দাঁত ভেঙে গেছে।
রাতেই স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কিশোরীর মা বলেন, রুহুল আমিন আমার মেয়েকে অনেক উত্ত্যক্ত করে। তাকে অনেকবার নিষেধ করেছি, সে কথা শোনে না। বৃহস্পতিবার রাতে আমার মেয়ে নানাবাড়ি থেকে বাসায় ফেরার সময় রুহুল ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়ের চিৎকারে তাকে রক্ষা করতে এগিয়ে গেলে সে আমাদের মারধর করে। আমি এ ঘটনার বিচার চাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোর্শেদ আলম বলেন, মা ও মেয়েকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেওয়া হবে।