সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে কিশোরীকে ধর্ষণের পর দুই বছর পালিয়ে থাকা আসামীকে প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী রাজু মিয়া (২০) নড়াইল জেলা সদর থানার বড়গাথি এলাকার বাসিন্দা। তিনি বিরুলিয়ায় সিটি ইউনিভার্সিটির পিয়ন হিসাবে কর্মরত ছিলেন। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
পুলিশ জানায়, গত দুই বছর আগে বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় পনের বছর বয়সী ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন রাজু মিয়া। পরে তরুণীকে বিয়ে না করে আত্মগোপন করলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। এরপর থেকে আত্মগোপন করেন রাজু। ঘটনার পর থেকেই ঘন ঘন স্থান পরিবর্তন করতে থাকেন তিনি। তবে পুলিশও অভিযান অব্যাহত রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, মামলা দায়েরের দিন থেকেই পালিয়ে ছিলেন রাজু। দুই বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি ওই যুবকের। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে আসামীর অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।