দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় পৌরসভা সেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধায় জয়পাড়া এবি ব্যাংকের ৩য় তলায় সালমান এফ রহমান ফাউন্ডেশনের অডিটোরিয়ামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, দোহার পৌরসভা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. সেন্টু।
উক্ত সভায় সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দোহার পৌরসভা মেয়র আলমাছ উদ্দিন,ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. শাহিনউল ইসলাম, দোহার পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সরুজ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, দোহার অর্গানিক এগ্রোর এডমিন রাজীব শরীফ,বাশার মৃধাসহ পৌরসভা সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।