ঢাকা (দোহার) প্রতিনিধিঃ ঢাকা জেলার দোহার উপজেলা,দোহার পৌরসভা ও জয়পাড়া কলেজ ছাত্রলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিকেল ৬টায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলার চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
এসময় তিনি বলেন,আমাদের ছাত্রলীগের অনেকেই হয়তো আমাদের সাথে ছিল বিভিন্ন মিছিল, মিটিং এ হয়তো আল্লাহতালার ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে তারা চলে গেছেন। তাদের রুহের কামনা করছি। আল্লাহ যেন এই বীর সেনানি ছাত্রলীগদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগ, দোহার পৌরসভা আওয়ামীলীগ,কৃষকলীগ,যুবলীগ,তাঁতিলীগ ,মুক্তিযোদ্ধা কমান্ড, দোহার স্বাস্থ্য অধিদপ্তর, দোহার থানা পুলিশ, প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকগন, ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যান,সাংবাদিক বৃন্দ।