দোহার (ঢাকা) প্রদনিধি: ঢাকা জেলা দোহার উপজেলার ধীৎপুর এলাকায় ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মোঃ সুলতান মাহমুদ (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সুলতান ধীৎপুর এলাকার বাসিন্দা মোঃ নুর আলম মোল্লার (৪০) এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ (মে) দুপুর ২ টার সময় ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে অসচেতন থাকার কারণে পারিবারিক মৎস্য খামারের পাশে (নিরাপত্তা হীনতা)বিদ্যুৎস্পর্শ লেগে মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
পরে, বাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন সুলতান মৃত্যু বরণ করেছেন। শেষে মাগরিবের পর জানাযা দিয়ে ধীৎপুর কবরস্থানে মৃত সুলতানের লাশ দাফন করা হয়।