দোহার (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলায় অবৈধ কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ ধরার অপরাধে চলমান জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পদ্মানদীতে অভিযান পরিচালনা করে ১ জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনটঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
৫১ হাজার ৫শত মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ ৪৫ হাজার টাকা সেই সাথে ৯০ কেজি জাটকাও জব্দ করা হয়। এ বিষয়ে দোহার থানায় মৎস্য আইনে একটি মামলা হয়েছে। এসময় জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত জাটকা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়।
এ বিষয়ে মাহমুদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামছুল আলম জানান, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যহত থাকবে।
পরে জব্দ কৃত জাটকা এতিমখানা ও মাদরাসায় বিতরণ করে দেই। আর আমরা এই অভিযান পরিচালনা করি ঢাকা জেলার সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তা স্যারের দিকনির্দেশনায়। আর এই চলমান জাটকা সংরক্ষণ অভিযান অব্যহত থাকবে।