দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ১০০৭ টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে আজ। সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। ঢাকা জেলার মধ্যে এবার শুধু কেরানীগঞ্জ উপজেলায় নির্বাচন হচ্ছে। ইতোমধ্যে কেরানীগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের যে সমস্ত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন তারা হলেন- কোন্ডা ইউনিয়নে সাইদুর রহমান চৌধুরী, তেঘরিয়া ইউনিয়নে মো. লাট মিয়া, শুভাঢ্যা ইউনিয়নে ইকবাল হোসেন, আগানগর ইউনিয়নে মো. জাহাঙ্গীর শাহ খুশি, জিনজিরা ইউনিয়নে সাকুর হোসেন, কালিন্দি ইউনিয়নে মো. ফজলুল হক, রোহিতপুর ইউনিয়নে আব্দুল আলী এবং কলাতিয়া ইউনিয়নে মো. তাহের আলী।

বাকি চারটি ইউনিয়নে চেয়ারম্যানসহ মোট বারোটি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে আজ। মূলত বারোটিতে ওয়ার্ড মেম্বারসহ চারটিতে চেয়ারম্যান প্রার্থীদের ভোট গ্রহন চলছে। সকালে সরেজমিনে দেখা যায় শান্তিপূর্ণভাবে রুহিতপুর ইউনিয়নের ভোট গ্রহন চলছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ওয়ার্ড প্রতিনিধি বাছাই করতে সকালে চলে এসেছেন ভোট কেন্দ্রে। কেরাণীগঞ্জের লাকিরচর ও ইস্পাহানি কলেজ কেন্দ্র পরিদর্শনে ভোটারদের শান্তিপূৃর্ণ অবস্থান লক্ষ্য করা যায়।
Via:
মুক্ত নিউজ