বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ৩ লিটার বাংলা চোলাই মদসহ সবুজ (২৮) ও আরিফ(২২) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(২৩ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার নিশানা বাড়িয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত সবুজ বড় অংকুজান পাড়া এলাকার আ.কুদ্দুস হাওলাদারের ছেলে ও আরিফ একই এলাকার খলিল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া গ্রামের ঠাকুর পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকায় দিয়ে সবুজ ও আরিফ বাংলা চোলাই মদ ক্রয় করে নিয়ে যাচ্ছিলেন। এ সময় থানা পুলিশের একটি টিম ঔ এলাকায় অভিযান চালিয়ে তাদের ৩ লিটার বাংলা চোলাই মদসহ গ্রেফতার করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই যুবক কে চোলাই মদসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।