স্টাফ রিপোর্টারঃ ব্যাপক উৎসবমুখর পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হচ্ছে। আজ ২৩ জানুয়ারি রোজ বুধবার থেকে ২৪ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। শুক্রবার ভোট গণনা করা হবে ও ফলাফল জানিয়ে দেয়া হবে।
মূলতঃ নীল প্যানেল ও সাদা প্যানেলের মধ্যে নির্বাচন হয়ে থাকে। নীল প্যানেল বলতে জামায়াত-বিএনপি সমর্থিত প্রার্থীদের নিয়ে গঠিত প্যানেল এবং সাদা প্যানেল বলতে আওয়ামী সমর্থিত আইনজীবী প্যানেল বুঝায়। সাদা প্যানেলের প্রার্থীরা যে পদে প্রতিদ্বন্দিতা করছেন –

মাহাবুবুর রহমান- সভাপতি , মোঃদেলোয়ার হোসেন পাটোয়ারী-সিনিয়ার সহ সভাপিত, এ.ক. এম. শরিফুল ইসলাম (স্বপন)- সহ সভাপতি , মোঃ ফিরোজুর রহমান (মন্টু) -সাধারণ সম্পাদক, মোঃনূর হোসেন -ট্রেজারার, মোঃইমানুর রহমান – সিনিয়র সহঃসম্পাদক, মোঃআবু সাইদ সিদ্দিক ( টিপু )-সহঃসাধারণ সম্পাদক, ইফাদ জাহান (রনি)- লাইব্ররী সম্পাদক, তাসলিমা ইয়াসমিন(দিপা) -সাংস্কৃতিক সম্পাদক, মোঃআরকান মিয়া -অফিস সম্পাদক, মোঃমনিরুজ্জামান খান(মনির)- ক্রিড়া সম্পাদক, প্রদীপ চন্দ্র সরকার- সমাজ কল্যান সম্পাদক।
কার্যনির্বাহী সদস্যঃ আবু সুফিয়ান গোলাম ইমাম হোসেন, ইমতিয়াজ মাহমুদ (প্রিন্স), মোঃআবুল বাসার, মোঃজাহাঙ্গীর আলম(জাহিদ), মোঃমহিউদ্দিন চৌধুরী (শরিফ), মোঃ রফিকুল ইসলাম (রাকিব), মোঃসমিউল ইসলাম (প্রিন্স), সঞ্জয় কুমার সরকার, শারমিন সুলতানা, শুলতা রোজারিও।

নীল প্যানেলের প্রার্থীরা যে পদে প্রতিদ্বন্দিতা করছেন
মোঃখোরশেদ মিয়া আলম- সভাপতি , মোঃআব্দুর রাজ্জাক -সিনিয়ার সহ-সভাপতি, মোঃ শহিদুজ্জামান -সহ সভাপতি, সৈয়দ নজরুল ইসলাম- সাধারন সম্পাদক, আব্দুর রাশিদ মোল্লা -ট্রেজারার, মোঃজহিরুল হাসান (মুকুল)-সিনিয়ার সহ- সাধারণ সম্পাদক, মোঃ আনিসুজ্জামান (আনিস)- সহ-সাধারণ সম্পাদক, মোঃরফিকুল ইসলাম -লাইব্রেরী সম্পাদক, নুরজাহান বেগম বিউটি -সাংস্কৃতিক সম্পাদক, মোঃআনোয়ারুল ইসলাম -অফিস সম্পাদক, নার্গিস পারভীন মুক্তি -ক্রিড়া সম্পাদক, মোঃ মোশারফ হোসেন মোল্লা -সমাজ কল্যাণ সম্পাদক।
কার্যনির্বাহী সদস্যঃ ফরিদুল হাসান (তুশার) , ফয়সাল কবির (সৌরভ), মাহফুজুর রহমান ( ইলিয়াস ), মোঃ আনোয়ার হোসেন, মোঃ মশিউর রহমান( মানিক ), মোঃ মোজাহিদুল ইসলাম, মোঃ সোহেল উদ্দিন রানা , মুক্তা বেগম , মুজাম্মেল হক, রেজাউল হক রিয়াজ , রুবিনা আক্তার (রুবা)।
এছাড়া দুইজন সতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন জনাব শহিদুল্লাহ ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছেন মনিরুল ইসলাম (আকাশ)।
