পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের পটুয়াখালী জেলা শাখার নব গঠিত পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম জুয়েল শিকদার এর নেতৃত্বে এক আনন্দ মিছিল বের করা হয়েছে। সোমবার (৭ মার্চ) বিকাল ৫টায় আনন্দ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গঠিত পূর্ণাঙ্গ কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আধুনিক ও মানবিক যুব সমাজ গড়তে পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ সোহেলের নেতৃত্বে নব গঠিত পটুয়াখালীর আওয়ামী যুবলীগ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ পটুয়াখালী জেলা আওয়ামী যুবলীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য মহশিন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রাতুল মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ হাওলাদার নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ইমরান হাওলাদার, মেহেদী হাসান অন্তর।
এছাড়াও আনন্দ মিছিলে মির্জাগঞ্জ উপজেলা যুবলীগের ৬ ইউনিয়ন যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।