ডেস্ক রিপোর্টঃ চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। গণভবন থেকে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি।
আজ হজক্যাম্পে আগত হাজযাত্রীদের ভিসা, পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেয়া হবে। হজের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে ৫ জুন। আর শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।
বাংলাদেশ থেকে এবার হজে যেতে ১২৮টি ফ্লাইট পরিচালিত হবে। বাংলাদেশ বিমান ৬৫টি, সাউদিয়া ৫১টি ও ফ্লাইনাস ১২টি ফ্লাইটে হজযাত্রী পরিবহণ করবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। সারা বিশ্বের এ বছর ১০ লাখ মুসল্লি হজ পালনের সুযোগ পাচ্ছেন।
হজক্যাম্পের অনুষ্ঠানে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী উপস্থিত আছেন।