নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর আইডিয়াল কলেজের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থী, সাধারণ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
শনিবার (৪ জুন) সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়। এসময় আন্দোলনরতরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল জসীম উদ্দিন এফডিআরের টাকা আত্মসাত করেছেন। এছাড়া তিনি শিক্ষার্থীদের বেতন দ্বিগুণ করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীরা জানান, স্কুল থেকে দেয়া ইউনিফর্ম তিন মাসও ব্যবহার করা যায়নি। শিক্ষক ও কর্মচারীরা অভিযোগ করেন, প্রিন্সিপাল যে ডক্টরেট ডিগ্রি ব্যবহার করে সেটিও ভুয়া। এসব দুর্নীতির অভিযোগে প্রিন্সিপালের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
মুক্ত নিউজ/ইয়াসিন