মুক্ত নিউজ ডেস্কঃ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই সারাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আরবী ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১ জুলাই চাঁদ দেখা গেলে ১০ জুলাই অর্থাৎ ১০ জিলহজ ঈদুল আজহা উদযাপিত হবে।
সে হিসেবে সাপ্তাহিক একদিন আর ঈদের তিনদিন মিলিয়ে এবারের পবিত্র ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের চার দিন ছুটি মিলছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৯ থেকে ১১ জুলাই (শনি থেকে সোমবার পর্যন্ত) তিনদিন সরকারি ছুটি। এর আগের দিন (৮ জুলাই) শুক্রবার সাপ্তাহিক ছুটি। এর ফলে চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
মুক্ত নিউজ/ইয়াসিন